আমরা অনেকে কম বেশি “পাইল” শব্দটির সাথে পরিচিত।
কোন বিল্ডিং নির্মাণের পূর্বে প্রথমে স্থান নির্বাচন করতে হয়। স্থানটির মাটির প্রকৃতির উপর ভিত্তি করে সাধারণত বহুতল ভবন বিশিষ্ট দালানে পাইলিংয়ের কাজ করা হয়ে থাকে।
বাংলাদেশে প্রচলিত দুই ধরণের পাইলের কাজ করা হয়।
১। প্রি-কাষ্ট পাইল। এবং ২। কাষ্ট ইন সিটু পাইল।
১। প্রি-কাষ্ট পাইল – এই পাইল পূর্বেই নকশা অনুযায়ী ঢালাই করা হয় এবং পরবর্তীতে লে-আউট অনুযোগী পাইলের উপর বল প্রয়াগ করে স্থাপন করা হয়। এটি আকারে গোলাকার অথবা বর্গাকার হয়ে থাকে। এর পার্শ্ব কভারিং ৫০-৭৫ মিমি।
২। কাষ্ট ইন সিটু পাইল – এই পাইলটি প্রথমে নকশার লে-আউট অনুযায়ী বোরিং করে তারপর লোহার খাঁচা ঢুকানোর পর ঢালাই করে নির্মান করা হয়। এর আকার সব সময় গোলাকার হয়ে থাকে। এর পার্শ্ব কভারিং ৭৫ মিমি।
বাংলাদেশে কাষ্ট ইন সিটু পাইলের প্রচলন সবচেয়ে বেশি। কারন এটি খুব সহজে যেখানে সেখানে নির্মাণ করা যায়।
এস্টিমেটঃ কাষ্ট ইন সিটু পাইল…
পাইলের ভিতরকার রিংয়ের মাপ নির্নয় করার সুত্রঃ πD (এখানে D= পার্শ্ব কভারিং, স্পাইরাল এবং মুল রডয়ের ব্যাস বাদ দিয়ে যা থাকবে)
স্পাইরাল এর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রঃ πDH/S. (এখানে D= পার্শ্ব কভারিং (-) পাইলের ব্যাস, H= পাইলের উচ্চতা এবং S= স্পাইরাল এর পাশাপাশি দুরত্ত)
কাষ্ঠ ইন সিটু পাইলিং এর খরচ কেমন হতে পারে ধরেন 40/50 ফুট পাইলিং করে 28 টা।রড সিমেন্ট বালি লেবার চার্জ সহ মোট খরচ কত হতে পারে।
ReplyDeletecontact me on whatsapp +8801630677710
Deleteআরো কয়েক প্রকার পাইল আছে, এইগুলো দেওয়া উচিত
ReplyDelete১.পাইল কি?
ReplyDeleteউঃ প্রয়োজনীয় ভারবহন ক্ষমতা সম্পন্ন
স্তরের গভীরতা বেশি অথবা ভূ-পৃষ্ঠ
অত্যাধিক ঢাল বিশিষ্ট হলে যে কাঠামো
প্রদান করা হয় তাকে পাইল বলে।
....
২.পাইলের কাজ কি?
উঃকাঠামোর লোডকে স্থানান্তর করাই
পাইলের প্রধান কাজ।যেখানে মাটির
ভারবহন ক্ষমতা কম সেখানে পাইলের
মাধ্যমে কাঠামোর লোডকে ভারবহন
ক্ষমতা স্তরের উপর ছড়িয়ে দেওয়া হয়।
.....
৩. নির্মাণ সামগ্রী অনুযায়ী পাইল কত
প্রকার?
উঃ ৫ প্রকার।যথা-
১.টিম্বার পাইল
২.কংক্রিট পাইল
৩.কম্পোজিট পাইল
৪.স্টিল পাইল
৫.স্যান্ড পাইল
.....
৪.কাস্ট ইন সিটু পাইল কাকে বলে?
উঃনির্দিষ্ট গভীরতা পর্যন্ত গর্ত খনন করে
স্বস্থানে ঢালাই করে যে পাইল তৈরি করা
হয় তাকে কাস্ট ইন সিটু পাইল বলে।
....
৫.প্রি-কাস্ট পাইল কাকে বলে?
উঃ কার্যস্থল থেকে দূরে সুবিধা মত স্থানে
ঢালাই করে যে পাইল তৈরি করা হয় তাকে
প্রি-কাস্ট পাইল বলে।
....
৬.পাইল ক্যাপ কাকে বলে?
উঃপাইল ও মূল বুনিয়াদের সংযোগ স্থলে
যে কাঠামো তৈরি করা হয় তাকে পাইল
ক্যাপ বলে।
....
৭.পাইল ক্যাপ কেন দেওয়া হয়?
উঃপাইলের মাথা মূল ভিত্তির মধ্যে
প্রবেশ করিয়ে দেওয়া প্রয়োজন তা না হলে
ভিত্তির সরণ তথা অসম বসন হতে পারে।
তাই পাইলে ক্যাপ দেওয়া হয়।
....
৮.পাইলের মাথা ভাঙ্গা হয় কেন?
উ: ২টি কারনে।১.কংক্রিট ঢালাইকালে
পাইলের নিচে কাদা পাম্পিং সিস্টেমে
উপরে উঠে আছে।এই কাদা কংক্রিট কে
দুর্বল করে।এই দুর্বল কংক্রিট কে সরানোর
জন্য পাইলের মাথা ভাঙ্গা হয়।
২.কাঠামোকে পাইল ভিত্তির সাথে
সংযোগ করার জন্য।
....
৯.পাইল বসানোর পদ্ধতিগুলো কি কি?
উঃ পাইলকে সাধারণত ৪ পদ্ধতিতে বসানো
হয়।যথা-
১.ড্রপ হ্যামার দ্বারা
২.স্টিম হ্যামার দ্বারা
৩.ওয়াটার জেট দ্বারা
৪.বোরিং
.....
১০.পাইলের কাজে কয়েকটি যন্ত্রের নাম
বল?
উঃ ক.রিক বা ত্রিপায়া
খ.চিজেল
গ.ট্রিমি পাইপ
ঘ.নজেল
ঙ.কেজিং
ছ.ড্রিলিং পাইপ
জ.বাকেট
ঞ.ফানেল
ট.উইঞ্জ মেশিন ইত্যাদি
.....
১১.পাইলের ডায়া ২০" হলে চিজেল বা
কাটার কত হবে?
উঃ ১৮" হবে।অর্থাৎ ২" কম হবে।
.....
১২.পাইলের ফলস কভারিং বা নিচের সিসি
কত?
উঃ১.৫' - ২' হবে।
.....
১৩.স্পাইরাল এর সূত্র কি?
উঃ Nπ(D+d)+8d
.....
১৪.পাইলের ওয়াশ টাইম কত?
উঃ ৩০ মিনিট বা যতক্ষন পর্যন্ত পরিস্কার
পানি না বের হয়।
....
১৫.পাইলের আয়তনের সূত্র টা বল।
উঃΠD²/4×H.
...
১৬.পাইলের ক্লিয়ার কভার সাধারণত কত?
উত্তর : ৩" হয়ে থাকে।
Thanks for your Contribute .....
Deletethanks
ReplyDeletevere good
ReplyDeleteThanks
Deleteখুব ভালো লাগলো ধন্যবাদ
ReplyDeleteu r wlcm dear
DeleteTnx
ReplyDelete২০" ডায়া হলে
ReplyDeleteকেসিং পাইপ কত ডায়া হবে?
18"hoba
Deleteনেগেটিভ স্কিন ফিচসন কি??কিভাবে কাজ করে??
ReplyDeleteআমাকে প্লিজ কেউ এটার এনসার টা বলেন??
এনভাইনমেনটাল লোড গুলো কি কি??
ReplyDeleteট্রিমি কাকে বলে
ReplyDeleteGolden Nugget Casino & Hotel - MapYRO
ReplyDeleteGolden Nugget Casino & Hotel. 3131 Golden Nugget Blvd. Las Vegas, 충청남도 출장마사지 NV 89103. 통영 출장샵 The Strip. 속초 출장마사지 Directions · 여수 출장마사지 (702) 770-8783. Call Now · More Info. Hours, Accepts Credit Cards, Rating: 4.4 · 66 광주광역 출장안마 reviews · Price range: $$$
🔥 Building Estimate Excel Sheet 🔥
ReplyDeleteMake Your Building Estimates Faster, Easier, and More Accurate!
https://nexciv.com/easily-full-building-estimate-excel-sheet/
Imagine having an Excel sheet that streamlines your estimation process with speed and precision. More importantly, it saves you valuable time – an asset that is truly priceless.
This could be the first step toward your future success. Order now and experience the difference!
If you want to see a demo, follow the link below:
🔗https://tinyurl.com/z5dxt2a6
🎁 Special Offer for You! 🎁
🌐 nexciv.com